রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বিপুল মণ্ডল (৪৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কোটালীপাড়ায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।বিপুল মণ্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মণ্ডলের ছেলে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় বিপুল মণ্ডল গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। বাড়িতে না ফেরায় সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরদিন গত গতকাল রোববার সকালে ওই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভূয়ারপাড় এলাকায় বিপুলের নৌকা ও পরনের ভেজা কাপড়, বন্ধ মোবাইল ও টর্চলাইট দেখতে পান এলাকাবাসী।আবুল কালাম আজাদ আরও জানান, খবর পেয়ে গতকাল দুপুর থেকে কোটালীপাড়া ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের ওই স্থানে তল্লাশি চালিয়ে বিপুলের খোঁজ না পেয়ে সন্ধ্যায় উদ্ধারকাজ স্থগিত করে। আজ সকালে খালে বিপুলের লাশ ভাসতে দেখে পুলিশের খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে বিপুলের মৃত্যু হয়।