নড়াইলে ৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মো. নূরুন্নবী সামদানী, স্টাফ রিপোর্টার:

IMG-20250211-WA0003

নড়াইলে ৫৩ তম শিতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মতর্তা বিকাশ কুসুম চক্রবর্তীর সঞ্চালনায় ও জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমরে সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,।

IMG-20250211-WA0004

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক( সার্বিক) জনাব লিংকন বিশ্বাস,সাংবাদিক আল আমিন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ।উল্লেখ্য,এ বছর বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিলো দলীয় ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল, ব্যটমিন্টন, টেবিল টেনিস। অ্যাথলেটিক্স এ বালক/ বালিক বিভাগে বড়, মধ্যম ও ছোট গ্রুপে দৌড়, লাফ, সাইক্লিং,গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, দড়ি লাফ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *