বিশ্ব বেতার দিবস:

বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ :

IMG-20250213-WA0002

আজ বিশ্ব বেতার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।এ উপলক্ষ্যে একটি দৃষ্টিনন্দন র‌্যালি বেতার ভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায়, বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ জলিলুল হক বলেন, দেশের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যম সুস্থ বিনোদন প্রদানে বাংলাদেশ বেতারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকেই দেশ ও জাতির কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী, আঞ্চলিক পরিচালক, উপবার্তা নিয়ন্ত্রকসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *