‎দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির  জনসভা অনুষ্ঠিত।‎

মো:লিমন ইসলাম

বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ।


‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে গোপালগঞ্জ জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় জেলা, উপজেলা ও কেন্দ্রের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

‎জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ।

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।
‎তিনি তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা অপকর্মের চিত্র তুলে ধরেন। পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ পরিবার কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এজন্য অন্তবতীকালীন সরকারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

‎বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এস এম জিলানী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ ০১,ও এম এইচ খান মঞ্জু  সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ ০২ কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান,
‎কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান।

‎উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির আব্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে এই জনসভায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, মহিলা দল, যুব মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল, সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
‎এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী সমাবেশের অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *