জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ

মো. নূরুন্নবী সামদানী, স্টাফ রিপোর্টারঃ

IMG-20250218-WA0001

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে নড়াইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন বাসটার্মিনালে প্রায় ৫০ হাজার লোক এসে জড়ো হয়। সেখান থেকে জেলা জামায়াতের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমীর আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী, নড়াইল জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীন, জামায়াত নেতা আইয়ুব খান, আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিনসহ আরো অনেকে।সমাবেশে বক্তারা বলেন,‘আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। ৫ আগস্টের পর অনেক মামলায় অনকেই জেল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কেনো এখনও মুক্তি পায়নি। আমরা বিশ্বাস করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের আমলে কোন বৈষম্য থাকবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বৈষম্যতো রয়েই গেছে। মিথ্যা মামলার ফাঁসির আসামীকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে কেন এখনও মুক্তি দেওয়া হয় নাই। এই সরকারের আমলে রাজনৈতিক কোন কর্মসূচি দিতে হবে এটা আমরা ভাবতে পারি নাই। জামাত ইসলামের বাধ্য হয়ে আজকে সারা বাংলাদেশে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে।’ এ সময় জামায়েতে ইসলামীর হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *