গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় উত্তরপাড়া ‘সমাজকল্যাণ যুব সংঘ’ কর্তৃক আয়োজিত ১৯১ নং সিরাজুল হক আদর্শ সরকারি প্রাঃ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নিজেস্ব প্রতিবেদক।

IMG-20250222-WA0000

উক্ত অনুষ্ঠানের কার্যক্রম সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন। ৭.০০টায় পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়।৭.৩০ টা থেকে প্রভাত ফেরী এবং ভাষা শহীদের প্রতি সম্মান এবং দোয়া করা হয়।ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্লাবের সভাপতি মোঃ সজিব মোল্লা এবং উক্ত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোঃ মনিরুজ্জামান লেলিন স্যারসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। ৯ টা থেকে শ্রেনিভিত্তিক খেলাধুলা যেমনঃ চকলেট দৌড়, গুপ্তধন দৌড়, ভারসাম্য দৌড়, হাড়িভাঙ্গা, মোরগ লড়াই, অংক দৌড়, বল নিক্ষেপ সহ আরো বেশ কয়েকটি ইভেন্ট আয়োজন করা হয়।এরপর বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক গান,গজল,কবিতা এবং সবচেয়ে আকর্ষণীয় খেলা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান। বিকাল ৫টায় ক্লাবের উপদেষ্টামন্ডলী,সম্মানিত শিক্ষক মহোদয়গন এবং সদস্যবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *