নড়াইল লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মো. নূরুন্নবী সামদানী, স্টাফ রিপোর্টারঃ

নড়াইলে লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগের দিনব্যাপি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন আজ সোমবার (২৪ ফেব্রয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন, আযান, হামদ-নাত, গজল। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এতে উপজেলার শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মালঃ মুফতি আঃ হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান, দৈনিক ঢাকার ডাক সম্পাদক ও প্রকাশক ও যমুনা গ্রপের পরিচালক এবিএম শামছুল হাসান হিরু।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায়, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, পুলিশ পরিদর্শক ট্রাফিক জোন লোহাগড়া থানা ফারুক আল মামুন ভুঁইয়া, নোয়াগ্রাম ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলুসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাদ্রাসা মাঠ চত্বরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি সোলায়মান হাবিবী দাঃবাঃ জামালপুর, প্রধান আলোচক হিসেবে ওয়াজ করবেন শায়েক মাওঃ মুফতি কাউসার আহমাদ নূরী দাঃবাঃ ঢাকা, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি কামরুল ইসলাম আনসারী লোহাগড়া,নড়াইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *