নিজেস্ব প্রতিবেদক।
গানের প্রতি এক অদম্য টান থেকেই যাত্রা শুরু গোপালগঞ্জের তরুণ সমাজকর্মী ও সাংবাদিক আজিজুর রহমান রনির। ছোটবেলা থেকেই সুর আর কথার জগতে মুগ্ধ এই তরুণ স্বপ্ন দেখতেন—একদিন নিজের লেখা ও সুর করা গান দিয়ে জয় করবেন শ্রোতাদের হৃদয়।গোপালগঞ্জে নেই উন্নত রেকর্ডিং স্টুডিও কিংবা আধুনিক সাউন্ড সিস্টেম। তবুও সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেছেন নিজস্ব উদ্যোগে। ইতিমধ্যে তার লেখা ও সুর করা দুটি গান— “সোনা বন্ধু পর করিয়া গেছে আমায় ছেড়ে” এবং “পাখি আসবেনা আর ফিরে” শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।তার গানে কখনও ঝরে পড়ে বিরহের বৃষ্টি, কখনও মিশে থাকে আত্মিক আবেদন—আবার কখনও প্রেমের কোমল রোমান্স। গানের কথায় মাটির টান, সুরে থাকে হৃদয়ের ভাষা। এআর রনি বলেন, “গান আমার অনুভবের জায়গা। এখানে আমি সমাজ, মানুষ আর নিজের ভেতরের কণ্ঠকে প্রকাশ করি। সীমাবদ্ধতা আছে, কিন্তু স্বপ্ন থেমে নেই।”
