গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু।

‎গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু।

নিজেস্ব প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার‎গোপীনাথপুর শরীফপাড়া তেলের পাম্পের উত্তর পাসে মহাসড়কে ৫ ই ফেব্রুয়ারী বুধবার  সন্ধ্যা সাতটার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহি দুইজনের  মর্মান্তিক মৃত্যু ঘটে।‎ ঘটনাস্থলে গোপীনাথপুর বাসাবাড়ির ইরাজ খানের ছেলে ওয়ালিদ খানের (১৮) মর্মান্তিক মৃত্যু ঘটে।‎একই গ্রামের হুমায়ুন কবির মোল্লার ছেলে সিয়াম  (১৯)  কে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালে  নিলে, অবস্থা আসংখ্যজনক থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন।

IMG-20250206-WA0002

ঢাকা যাওয়ার পথে সিয়াম ও মৃত্যুবরণ করেন।‎দুইজনের জানাজার নামাজ একত্রিতভাবে বেলা  ১১ টায় বাসাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত হবে, তারপর তাদের পৃথক পৃথক কবরে দাফন করা হবে বলে জানা যায়। স্বজনদের আহাজারি ও আর্তনাদে এলাকায় শোকের ছায়া  বিরাজ করছে।‎

IMG-20250206-WA0000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *