মো. নূরুন্নবী সামদানী, স্টাফ রিপোর্টার:

"কৃষিই সমৃদ্ধি" ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডব্লিউএম,ডিএই পার্ট ) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৩ দিন ব্যাপী এ মেলায় ১০ টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়ে। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার চত্বরে মেলায় ফিতা কেঁটে স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্টল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনাসভায় কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নড়াইলের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত সরকার, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মোঃ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরের এসিল্যান্ড দেবাশীষ অধিকারী, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন, সাংবাদিক আসাদ রহমান, মো. নুরুন্নবী সামদানী, কৃপা বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীসহ প্রমুখ।মো. নূরুন্নবী সামদানী স্টাফ রিপোর্টার